বাংলারজমিন
রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৫ মে ২০২৫, বৃহস্পতিবাররংপুরে সড়ক দূর্ঘটনায় সিহাব মিয়া (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সিহাব মিয়া চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ইলেক্ট্রিক মিস্ত্রী। এ ঘটনায় আহত ২ মোটরসাইকেল আরোহীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বড়দরগাহ হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিহাবসহ ৩ জন একটি মোটরসাইকেলে করে মিঠাপুকুরে দিকে যাচ্ছিলেন। তারা শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে আসলে মাছ বোঝাই একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিহাব মারা যান। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান (১৮) ও রেদোয়ানকে (২০) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়দরগাহ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, দূর্ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।