বাংলারজমিন
পূর্বধলায় নদীতে ডুবে দাদী-নাতনির মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারনেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার মগড়া নদীতে পানিতে ডুবে দাদি ও সাত বছর বয়সী নাতনির মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নানির মরদেহ উদ্ধার করা হয়। ১২টা ৪০ মিনিটের দিকে নদীতে জাল ফেলে তল্লাশি চালিয়ে নাতনির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি বহেরা কান্দা গ্রামের মৃত রমেশ আলীর স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও নাতনি লিজা আক্তার (৭)।
জানা যায়, মঙ্গলবার বিকালে ফাতেমা বেগম তার নাতনিকে নিয়ে মেয়ে দেলোয়ারা বেগমের শ্বশুরবাড়ি নারায়ণডহর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। তাদের বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব আনুমানিক ৩ কিলোমিটার। কিন্তু দীর্ঘ সময়েও তারা গন্তব্যে না পৌঁছানোয় রাত ৯টার দিকে ফাতেমার মেয়ে দেলোয়ারা ভাই লিটন মিয়াকে ফোনে বিষয়টি জানান। পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মিলে মগড়া নদীর পার্শ্ববর্তী এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে ফাতেমা বেগমের মৃতদেহ নদীর পানিতে ভাসতে দেখা যায় এবং উদ্ধার করা হয়। তবে তার নাতনি লিজাকে সেসময় খুঁজে পাওয়া যায়নি। রাত ১২টা ৪০ মিনিটের দিকে নদীতে জাল ফেলে তল্লাশি চালিয়ে লিজার মৃতদেহ উদ্ধার করা হয়। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় ভারসাম্য হারিয়ে এ দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।