বাংলারজমিন
সোনারগাঁয়ে মাদক ব্যবসায় বাধা দেয়ার মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি কিশোর গ্যাং। এদের মধ্যে মোগড়াপাড়া ইউনিয়নের ভাগলপুর এলাকার উজ্জল ও মুকুলের কিশোর গ্যাংটি বেশ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এলাকার একজন বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা করে চাঁদা দাবী ও তার আম বাগান লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে ওই মুক্তিযোদ্ধার ছেলে সাংবাদিক এম এম সালাউদ্দিন বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়, খোনকারবাড়ি এলাকার মো. উজ্জল কয়েক মাস আগেও রাজমিস্ত্রীর সহযোগীর কাজ করতো। আর মাধবপুর গ্রামের প্রয়াত দিনমজুর ফজার ছেলে মুকুল করতো কশাইয়ের কাজ। সমপ্রতি দু’জন মিলে ৬-৭ জনের একটি কিশোর গ্যাং গড়ে তুলেছে। তারা ভাগলপুরসহ আশপাশের কয়েকটি গ্রামে মাদক সেবনসহ চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে আসছে।
গত রোববার ভাগলপুর গ্রামে মুক্তিযোদ্ধা মো. জামাল মোল্লা তার আমবাগানে আম পাড়তে যান। এ সময় ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক সেবন করে তার বাগানের সামনে দিয়ে ৫-৬টি মোটরসাইকেলে করে উচ্চ সুরে হর্ন বাজাতে বাজাতে যাচ্ছিলো। এ সময় তিনি তাদের মাদক ব্যবসা বন্ধ করাসহ ভালো হওয়ার পরামর্শ দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে তারা মুক্তিযোদ্ধার ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে এবং তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। কিশোর গ্যাংয়ের সদস্যরা তার বাগানের কয়েকটি গাছের আম লুট করে নিয়ে যায় এবং দাবিকৃত চাঁদার না দিলে পরিনতি খুব খারাপ হবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি মফিজুর রহমান বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তাদের কে ধরতে পুলিশের অভিযান চলছে।