বাংলারজমিন
রূপগঞ্জে ভুঁইফোড় আবাসন প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ভোলাবো ইউনিয়নের পুবেরগাও এলাকার মর্ডান জমিদার সিটিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন পূর্বাচল সার্কেলের এসিল্যান্ড ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেড তাসবির হোসেন। এসময় ভেকু দিয়ে হুড়িয়ে দেয়া হয় কোম্পানীর প্রধান ফটক, সীমানা পিলার, সাইনবোর্ডসহ বিভিন্ন স্থাপনা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসবির হোসেন জানান, দির্ঘদিন যাবত পূর্বাচল লগো ব্যবহার করে আবাসন ব্যবসার নামে ভূমিদস্যুরা কৃষী জমিতে বালু ভরাট ও ভাড়ায় সাইনবোর্ড দিয়ে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই মানুষকে প্রতারিত করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় সেসকল প্রতিষ্ঠানকে চিহ্নিত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলেও জানান তিনি।