বাংলারজমিন
রাঙামাটিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবাররাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী। জানা যায়, প্রতিদিনের ন্যায় আজও বিলে কাজ করতে যায় তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করে সে। পথিমধ্যে বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় ইবসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।