ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কঙবাজার সদর হাসপাতালে এন্তার সমস্যা নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার, কঙবাজার থেকে
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার

কঙবাজার সদর হাসপাতালের নানাবিধ সমস্যা নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভয়েস অব কঙবাজার ভলান্টিয়ার্স নামের একটি প্লাটফর্ম। বুধবার সকাল ১০টায় সদর হাসপাতালের উত্তর গেইটে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, কঙবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল নানান অনিয়ম-সমস্যায় জর্জরিত। চিকিৎসক ও কর্মচারী সংকটে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক চিকিৎসা বিভাগ। কঙবাজারের স্থানীয় ২৯ লক্ষ আর রোহিঙ্গা ১২ লাখ ও লাখ লাখ পর্যটকের সরকারি চিকিৎসাসেবার এই প্রতিষ্ঠানটি বর্তমানে সংকট-সমস্যা ঘিরে শুধু নেই আর নেই অবস্থা। অনিয়ম আর দুর্নীতি-বাণিজ্য জেঁকে বসেছে জেলা সদর হাসপাতাল। জনবল সংকটে সেবা দিতে চরম হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালের সিসিইউ, আইসিইউ বন্ধ আর চালুর মধ্যেই যাচ্ছে। তার কারণ এনজিও কর্তৃক পরিচালিত ফান্ড বন্ধ। আবার নেই কিডনি ডায়ালাইসিস সেন্টার। পুরান ও নতুন ভবনের  লিফট অকেজো, চালু হলেও কখনো কখনো থমকে যায়। সিট, ভর্তি, ওষুধ বিক্রি ও অপারেশন বাণিজ্য এখন স্বাভাবিক বিষয়।
বক্তারা আরও বলেন, আইসিইউ-সিসিউউ সংবলিত এম্বুলেন্সটি মাটিতে নষ্ট হয়ে যাচ্ছে। লোকমুখে এটি আধুনিক হাসপাতাল বলা হলেও নেই এখন সেবা। তার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার বেশির ভাগ সরঞ্জাম অকেজো। চক্ষু বিভাগ, কিডনি, হার্ট এর কোনো চিকিৎসা নেই। বিশাল এ হাসপাতালের এঙ-রেও করা হয় হাতেগোনা। একই অবস্থা সিটিস্ক্যান মেশিনেরও।  হাসপাতালের শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী। নিয়মিত পরিষ্কার করা হয় না। কোনোটিতে নষ্ট পানির কল। কল আছে পানি নেই প্রায়ই এমন অবস্থা হয়। টয়লেটের কোনোটির দরজা ভেতর থেকে আটকানোর ব্যবস্থা নেই। হাসপাতালের হেল্পডেঙ থাকলেও এটি রোগী বা দর্শনার্থীর ক্ষেত্রে তেমন সাড়া ফেলতে পারেনি। প্রতিনিয়ত রোগীর স্বজনরা পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন আর ওষুধ কেনা নিয়ে দালালদের কবলে পড়ছেন। হাসপাতালের খাবারের মান নিয়েও রয়েছে রোগী ও স্বজনদের বিস্তর অভিযোগ। যথাযথ চিকিৎসাসেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জামসহ অনেক কিছুই নেই কঙবাজার জেলা সদর হাসপাতালে।
এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বরাবরই বলে থাকেন, জনবল সংকট, ডায়ালাইসিস সেন্টার চালু যন্ত্রপাতি বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী নেতা জাকির হোসাইন নয়ন, সঞ্চালনা করেন ইমরান হোসেন নবী।  স্বাগত বক্তব্য রাখেন, মো. কামরুল হাসান। এতে আরও বক্তব্য রাখেন-কঙবাজার পৌর সভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট রাজনীতিবিদ আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কঙবাজার জেলা শাখার সেক্রেটারি মাওলানা ইয়াছিন হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঙবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, এনসিপি নেতা খালেদ বিন সাঈদ, দৈনিক বণিক বার্তা’র কঙবাজার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম। এছাড়া বক্তব্য রাখেন, ছাত্রপ্রতিনিধি মো. ইউসুফ বিন নূরী, সংবাদকর্মী আব্দুর রশিদ মানিকতসহ অনেক স্বেচ্ছাসেবী, ব্যবসায়ী, ছাত্রপ্রতিনিধি। বক্তারা আইসিইউ, সিসিইউ স্থায়ী চালু রাখা, কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা ও হাসপাতালে জনবল সংকট নিরসন করার আল্টিমেটাম দেন। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি প্রদান করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status