ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নেত্রকোনায় ছেলেকে খুনের দায়ে বাবার যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার

নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুর (মোড়লপাড়া) গ্রামে ছেলে হত্যার দায়ে বাবা মো. এরশাদ মিয়াকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাততী গ্রামের মতিয়র রহমানের মেয়ে মোছা. আফরোজা আক্তারের সঙ্গে ১০ বছর আগে সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে মো. এরশাদ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই এরশাদ স্ত্রীকে প্রায় সময়ই নির্যাতন করতো। এজন্য ২০২০ সালের ১০ই নভেম্বর স্বামীকে তালাক দেন আফরোজা। এতে এরশাদ স্ত্রীর প্রতি আরও ক্ষিপ্ত হন। পরে ২০২১ সালের ১৬ জানুয়ারি কান্দুলিয়া গ্রামে যান এবং একমাত্র ছেলে সাখাওয়াত হোসেনকে ডেকে নিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ এরশাদ মিয়াকে আটক করে। 
এ ঘটনায় আফরোজা আক্তার ওইদিনই স্বামী এরশাদ মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ই এপ্রিল আসামি এরশাদ মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. হাফিজুর রহমান গতকাল বুধবার এ রায় প্রদান করেন। সরকারপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবুল হাসেম, আসামিপক্ষে ছিলেন এডভোকেট পূরবী কুণ্ড।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status