বাংলারজমিন
কাউনিয়ায় ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
১৫ মে ২০২৫, বৃহস্পতিবাররংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ফোরলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মীরবাগ বাসস্ট্যান্ডে তিনঘণ্টা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে কাউনিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সচেতন নাগরিক ফোরামের ব্যানারে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়। এ সময় রাস্তার পাশে জায়গায় (সোল্ডার) পরিষ্কার ও ব্যবহারযোগ্য করা, সড়কের মোড়গুলোতে ারংরনরষরঃু বাড়ানো, মহাসড়কে কাঁকড়া চলাচল নিষিদ্ধকরণ, ফিটনেসবিহীন, ওভারলোড, ওভার স্পিডে গাড়িচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন, ব্যাটারিচালিত অটো বা থ্রি-হুইলার গাড়ির জন্য পৃথক সড়ক নির্মাণ এবং সড়ক ফোর লেনে উন্নীতকরণের দাবি জানানো হয়।
এদিকে অবরোধের ফলে রংপুর-কাউনিয়া প্রান্তে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে। পরে ১টার দিকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক এবং কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ ঘটনা স্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে যায়।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্মেশ্বর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, মীরবাগ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বুলবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুর্শা ইউনিয়ন শাখার সেক্রেটারি রবিউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার এবং মঙ্গলবার মীরবাগ এলাকায় মহাসড়কে একই পরিবারের তিনজনসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় মারা যান।