বাংলারজমিন
দেশ-প্রবাসীদের সমস্যা ও রাজনৈতিক বিষয়ে সিলেটে মতবিনিময়
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৫ মে ২০২৫, বৃহস্পতিবারযুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী আলহাজ এম এ মালিক বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণ হামলা-মামলা ও জুলুম-নির্যাতনের পাশাপাশি অধিকার বঞ্চিত ছিলেন। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় দেশের জনগণ শান্তিতে বসবাস করার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় তেঁতলি গ্রামের নিজ বাড়িতে দেশ ও প্রবাসীদের নানা সমস্যা ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার-২৪ এর সমন্বয়ক সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইতালি প্রবাসী ও বিএনপি নেতা প্রভাষক খলিলুর রহমান, যুক্তরাজ্য বিএনপি’র নেতা এডভোকেট গোলাম শাব্বির আলী পারভেজ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ, ইতালি বিএনপি নেতা রিপন সরকার, যুক্তরাজ্য বিএনপি নেতা রাশেদুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা মো. ইকবাল চৌধুরী, ইতালি বিএনপি নেতা সাইফুল আবেদীন, ইতালি বিএনপি নেতা আফিল উদ্দিন, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলনেতা মোজাম্মেল হক ঢালি, সিলেট জেলা যুবদল নেতা গোলাম কিবরিয়া প্রমুখ।