ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ঝালকাঠি ৫ কৃষকের পানের বরজে দুর্বৃত্তদের আগুন, ২৫ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠি প্রতিনিধি

(২২ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৮:০১ অপরাহ্ন

mzamin

ঝালকাঠিতে এক রাতে হতদরিদ্র পাঁচ কৃষকের পানের বরজে দুষ্কৃতকারীরা আগুন নিয়েছে। পৃথক পৃথক পানের বরজ  আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের গোপিনাথকাঠী গ্রামে।এতে আনুমানিক  ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । 
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার মধ্যরাতের কোনো এক মুহূর্তে গোপিনাথকাঠি গ্রামে পানের বরজে আগুন লাগে। এতে ওই গ্রামের পলাশ মন্ডল, দিলিপ মিস্ত্রি, সুভাষ মিস্ত্রি, সুজন হালদার ও অনিক মন্ডল প্রিন্সের বরজ পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে স্থানীয়দের। 
ক্ষতিগ্রস্ত কৃষক পলাশ মন্ডল বলেন,  শনিবার মধ্যরাতে কে বা কারা পানের বরজে আগুন দিয়েছে আমরা বলতে পারব না। পরে স্থানীয় লোকজনের সহযোগিতা আগুন নেভানো হয়েছে। পলাশ মন্ডল বলে এলাকায় আমাদের সাথে সব ধর্মের মানুষের সহাবস্থান।কোন আসাধুচক্র এ কাজ করেছে। আমরা তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।
পান চাষী দিলীপ মিস্ত্রি  বলেন, ঘুমিয়ে ছিলাম হঠাৎ ভোর রাতে চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায়।পরে দেখি আমাদের পানের বরজে আগুন জ্বলছে। সব মিলিয়ে আমাদের মোট প্রায়  ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সাথে কারো বিরোধ নেই। কেন আমাদের এই ক্ষতি করেছে তা আমরা বুঝে উঠতে পারছিনা । ভগবান এর বিচারক করবে।
হতদরিদ্র কৃষক সুভাষ মিস্ত্রির স্ত্রী অর্চনা মিস্ত্রি বলেন আমাদের আয়ের একমাত্র উৎস বরজটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা পথে বসেছি। ছেলে মেয়েদের নিয়ে না খেয়ে থাকতে হবে। একই এলাকার হায়দার মোল্লা বলেন আমাদের এখানে সকল ধর্ম ও মতের মানুষ দীর্ঘদিন ঐক্যবদ্ধ ভাবে বসবাস কবে আসছে।দেশের বিশেষ একটি পরিস্থিতিতে একটি কুচক্রীমহল গোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছিল।তা হবেনা, প্রশাসন তদন্ত করলে ষড়যন্ত্রকারীদের চেহারা উন্মোচন হবে।
এদিকে  ঘটনাস্থলে পরিদর্শক ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা   জানিয়েছেন  ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন,ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক- বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা প্রশাসকের একটি প্রতিনিধি দল। তারা সুষ্ঠ তদন্তের মাধ্য দুষ্কৃতকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন,আমরা তদন্ত করছি অচিরেই দুষ্কৃতিকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status