অনলাইন
ঢাবি ছাত্রদল নেতা হত্যা
উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি
বিশ্ববিদ্যালয় রিপোর্টার ও ঢামেক প্রতিনিধি
(১ দিন আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫৮ অপরাহ্ন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ চেয়ে আজ বুধবার দুপুর ১২টায় কর্মসূচি ঘোষণ করেছে ঢাবি ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ চেয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সাম্যকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহরিয়ার আলম সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
নিহতের সহপাঠী মো. রাফি বলেন, ‘রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে বাইকে করে যাওয়ার সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সাম্যকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘রাতেই ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আমরা এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবো।’
পাঠকের মতামত
Why VC need to resign here? What is the fault of VC?
‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি । তবে বিচার বিশ্লেষণ না করে ভিসির পদত্যাগ চাওয়াটা মামুর বাড়ির আব্দারের মত, মবের আচারণ - এটা জনগণের সন্দেহের উদ্রেক করছে ।
রাজাকার কেমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের VC হয় ?
মৃতুর সাথে সাথে আসল ঘটনা না যেনেই যদি পদত্যাগের কথা বলে তাহলে সন্দেহ তীর তো তাদের দিকেই উঠবে।