বাংলারজমিন
মৌলভীবাজারে ছাত্রদলের ২ নেতার উপর হামলা, ক্ষোভ
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৪ মে ২০২৫, বুধবারমৌলভীবাজারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রদলে ২ নেতা আহত হয়েছেন। এই সন্ত্রাসী হামলার ঘটনা চাউর হওয়ায় ছাত্রদল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, কয়েকটি মোটরসাইকেলযোগে মহড়া দিয়ে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে। ১২ই মে রাত সাড়ে ৯টার দিকে শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পাশে এই হামলার ঘটনা ঘটে। আহত দুই ছাত্রদল নেতা হলেন- জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক তানিম আহমেদ হামজা ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমেদ কোরেশী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমদ এই সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়ে তারা অবিলম্বে হামলার সাথে যারা জড়িত সেই সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এই সন্ত্রাসী হামলার ঘটনায় জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. মাহবুবুর রহমান মানবজমিনকে জানান, বিষয়টি আমরা জেনেছি। আমরা আমাদের মতো তদন্ত করছি। এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস'া গ্রহণ করা হবে।