বাংলারজমিন
কিশোরগঞ্জে ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৪ মে ২০২৫, বুধবারবাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এডভোকেট কাজী মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। ১৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটিতে সাবেক সভাপতি ও আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলামকে আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হাফেজ মাওলানা মোশাররফ হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে। সিনিয়র যুগ্মআহ্বায়ক করা হয়েছে মাওলানা কামরুল ইসলাম মাহাদীকে। এ ছাড়া কমিটিতে মোট ৩৪ জনকে যুগ্মআহ্বায়ক এবং বাকি ১৩৪ জনকে সদস্য রাখা হয়েছে। এর আগে গত ২১শে জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জেলা শাখার পূর্ববর্তী আহ্বায়ক কমিটি ভেঙে দেয়া হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।