ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সরিষাবাড়ীতে বিএনপি’র দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
১৪ মে ২০২৫, বুধবার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুগ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নিহাদকে (২৮) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুন অর রশিদ খানের বিরুদ্ধে।
সোমবার রাতে ভাটারা ইউনিয়নের পারপাড়া তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হন। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স'ানীয় সূত্র জানায়, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান এবং জেলা তাঁতী দলের সাবেক সভাপতি অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল গ্রুপের মধ্যে দলীয় বিরোধ চলে আসছে। গতকাল রাতে শেখ হোসেন জামান জুয়েলের লোকজন ভাটারা বাজারে অবস'ান করছিলেন। এ সময় হারুন অর রশিদ খানের লোকজন সেখানে গিয়ে ধাওয়া দেয় এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস'লে গিয়ে পরিসি'তি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর বাড়ি ফেরার পথে ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হাসান নিহাদের ওপর অতর্কিত হামলা চালায়। নাজমুল হাসান নিহাদ অভিযোগ করেন, হারুন অর রশিদ খানের নেতৃত্বে এলাকায় সরকারি বরাদ্দ লুটপাট, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকর্ম চলছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার নির্দেশে আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয় বলেও তিনি অভিযোগ করেন। জেলা তাঁতী দলের সাবেক সভাপতি অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল জানান, স্বৈরাচার সরকারের পতনের আগে হারুন অর রশিদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের খালাতো ভাই পরিচয়ে এলাকায় দাপট দেখাতেন এবং নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। ৫ই আগস্টের পর তার ছোটভাই ইউনিয়ন বিএনপি’র সভাপতির কাঁধে ভর করে ফের তিনি অন্যায়-অপকর্ম শুরু করেছেন। অভিযোগ প্রসঙ্গে জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান মুঠোফোনে সাংবাদিকদের বলেন, এসব বিষয়ে আমি কিছুই জানি না, দলীয় কোনো বিশৃঙ্খলা হয়নি। আমি ঘটনাস'লে ছিলাম না। অভিযোগ মিথ্যা, যারা এসব বলছেন তাদের রাজনৈতিক অতীত আর আমার রাজনৈতিক অতীত দেখলেই বুঝতে পারবেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ হাসান বলেন, উত্তেজনাকর খবর পেয়ে ঘটনাস'লে গিয়ে পুলিশ পরিসি'তি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস'া গ্রহণ করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status