বাংলারজমিন
‘চা শ্রমিক ঐক্য’র ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ মে ২০২৫, বুধবারচা শ্রমিকদের রুটিরুজি ও সার্বিক মুক্তির আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ‘চা শ্রমিক ঐক্য’ সংগঠনের ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়ের সভাপতিত্বে ও বচন কালোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য শফিউদ্দিন কবীর আবিদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, মালনীছড়া চা-বাগানের চম্পক বাউরী, নমিতা রায়, হিলুয়াছড়া বাগানের রবি মাল, লাক্কাতুরা বাগানের চঞ্চল বাক্তি, দলদলি বাগানের লিপি গঞ্জু, বুরজান বাগানের অক্ষয় নায়েক, অপু নায়েক, বটতল বাগানের দীপন কর্মকার, শ্রীবাড়ি বাগানের বৃষ্টি সাঁওতাল, লালাখাল বাগানের সুহেল ব্যানার্জী প্রমুখ। সভায় চা শ্রমিক আন্দোলনের সার্বিক দিক আলোচনা করে সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন নাম ‘বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন’ পরিবর্তন করে ‘চা শ্রমিক ঐক্য’ গৃহীত হয় এবং নতুন কমিটি নির্বাচন করা হয়। অজিত রায়কে সভাপতি ও বচন কালোয়ারকে সাধারণ সম্পাদক করে ‘চা শ্রমিক ঐক্য’ কেন্দ্রীয় কমিটির ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। সভা থেকে চা শ্রমিকদের রুটিরুজি তথা সার্বিক মুক্তির আন্দোলন বেগবান করতে ১১ দফা দাবি নির্ধারণ করা হয়। সভাপতি অজিত রায়, সহ-সভাপতি বৃষ্টি সাঁওতাল, সাধারণ সম্পাদক বচন কালোয়ার, সহ-সাধারণ সম্পাদক রবি মাল, সাংগঠনিক সম্পাদক অধীর বাউরী, দপ্তর সম্পাদক চম্পক বাউরী, অর্থ সম্পাদক নমিতা বাউরী, প্রচার সম্পাদক অপু নায়েক, সাংস্কৃতিক সম্পাদক চঞ্চল বাক্তি। সদস্য হলেন- সুহেল বুর্নাজী, জুয়েল আহমেদ টিটু, রানা বাউরী, অক্ষয় নায়েক, লিপি গঞ্জু, দীপন কর্মকার, মিটুন বাউরী, মেরি গোয়ালা, বিষ্ণু জানি, টিপন গোয়ালা, উজ্জ্বল কর্মকার।