বিশ্বজমিন
ট্রাম্প ও সৌদি যুবরাজের মধ্যে কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে সই
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন

নিজের কূটনৈতিক সফরের প্রথম পর্যায়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রিয়াদের রাজকীয় কক্ষে আয়োজিত অনুষ্ঠানে, ট্রাম্প ও যুবরাজ আলাদা আলাদা ডেস্কে বসে চুক্তিতে সই করেন। উপস্থিত ব্যক্তিরা করতালির মাধ্যমে এই মুহূর্তকে স্বাগত জানান। এই চুক্তির পরপরই দুই দেশের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি বিনিময় শুরু হয়। তবে কোন বিষয়ে চুক্তি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রসঙ্গত, উপসাগরীয় অঞ্চলে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবারের সফরে ট্রাম্প আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি এবং বিনিয়োগ আকর্ষনের ওপর জোর দিবেন। নিরাপত্তার ক্ষেত্রে গাজা ইস্যু বেশি প্রাধান্য পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এটাই ট্রাম্পের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর। শক্তিশালী মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে বুধবার কাতার এবং বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প।
সূত্র বিবিসি।