বিশ্বজমিন
বাগেরহাটে ২ ভারতীয়কে জাতীয় পরিচয়পত্র দেয়ার মামলা
বাগেরহাট প্রতিনিধি
১৪ মে ২০২৫, বুধবারবাগেরহাটে দুই সহোদর ভারতীয়কে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেয়ার অভিযোগে নির্বাচন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে বাগেরহাট দুদক কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মো. সাইদুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামীরা হলেন- বাগেরহাট সদর উপজেলার তৎকালীন নির্বাচন কর্মকর্তা বর্তমান বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার, চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন ও চিতলমারী উপজেলার আড়-য়াবর্ণি গ্রামের সাবেক সেনা সদস্য মো. মোশাররফ হোসেন মোল্লা। মামলায় প্রধান আসামী করা হয়েছে চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিনকে।
মামলার বাদী বাগেরহাট দুদক কার্যালয়ের সহকারি পরিচালক (এডি) মো. সাইদুর রহমান জানান, চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের আড়-য়াবর্ণি রবীন্দ্রনাথ মন্ডলের দুই ছেলে ফণিভূষণ মন্ডল ও প্রতুল মন্ডল বহু বছর আগে ভারতে গিয়ে নাগরিকত্ব গ্রহণ করেন। তাদের চিতলমারীর আড়-য়াবর্ণি গ্রামে থাকা পৈত্রিক সম্পত্তি বিক্রিতে সমস্যা তৈরি হওয়ায় ভারত থেকে ডেকে আনেন স'ানীয় মো. মোশাররফ হোসেন মোল্লা নামে এক ব্যক্তি। ১৯৪৮ সালের ১ জানুয়ারিতে ফণিভূষণ মন্ডল এবং ১৯৫৩ সালের ৪ এপ্রিল প্রতুল মন্ডলের জন্ম তারিখ উল্লেখ করে নির্ধারিত ফরমে ২০১৬ সালের ১৪ ডিসেম্বর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন। আবেদনের চারদিন পরে দুই ভাইকে জন্ম নিবন্ধন দেন চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন। এরপর জন্ম নিবন্ধন দিয়ে ভোটার নিবন্ধন ফরমে ভোটার নিবন্ধনের জন্য বাগেরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন তারা।
তিনি বলেন, অনুসন্ধানকালে ফণিভূষন ওরফে মনি মন্ডলের নামে জাতীয় পরিচয়পত্র পর্যালোচনা করে দেখা গেছে, ফণিভূষন ওরফে মনি মন্ডলের জন্ম তারিখ ০১/০১/১৯৪৮। কিন' তার জাতীয় পরিচয়পত্র তৈরী করা হয় ২০১৭ সালে যা তার জন্মের ৬৯ বছর পর। এতদিনে ভোটার তালিকা হতে বাদ পড়ার কারণ হিসেবে ভোটার নিবন্ধন ফরমের ৩২নং ঘরে উল্লেখ করা হয়েছে চিকিৎসার জন্য এলাকার বাইরে থাকায় তিনি আগে ভোটার নিবন্ধন করতে পারেননি। দিলীপ কুমার হাওলাদার অসৎ উদ্দেশ্যে মোশাররফ হোসেন মোল্লার সাথে পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে উক্ত ব্যক্তির নামে বিধি বহির্ভূতভাবে জাল জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সৃজন করেছেন যা দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।