বাংলারজমিন
মানবিক মূল্যবোধসম্পন্ন প্রকৌশলী ও প্রযুক্তিবিদ গড়তে চাই: ডুয়েট ভিসি
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১২ মে ২০২৫, সোমবারগাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, তরুণ প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশকে নেতৃত্ব দেবে। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ডুয়েট এই পরিবর্তনের নেতৃত্বে থাকার জন্য প্রস্তুত। আমরা গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে মানবিক মূল্যবোধসম্পন্ন বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ গড়ে তুলতে চাই। চতুর্থ শিল্পবিপ্লবের শেষ প্রান্তে এসে আমরা পঞ্চম শিল্পবিপ্লবের আগমনী বার্তা শুনতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের করণীয়, প্রস্তুতি ও ভবিষ্যৎ ভাবনার এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। এই দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদেরকে খাপ খাইয়ে নেয়া এবং সকল চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে উদ্ভাবনী চিন্তাগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়া অত্যন্ত জরুরি। ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং ডুয়েট কম্পিউটার সোসাইটির সহযোগিতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের ভার্চ্যুয়াল ক্লাসরুমে ডুয়েট আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি)- ২০২৫ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভিসি এসব কথা বলেন। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, অধ্যাপক ড. মো. নাছিম আখতার, অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ, অধ্যাপক ড. মমতাজ বেগম, ডুয়েট কম্পিউটার সোসাইটির কাউন্সিলর ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ডুয়েট কম্পিউটার সোসাইটির মডারেটর ও অনুষ্ঠানের অরগানাইজিং সেক্রেটারি সিএসই বিভাগের সহকারী অধ্যাপক খাজা ইমরান মাসুদ। এ ছাড়া অরগানাইজিং সদস্য হিসেবে ডুয়েট কম্পিউটার সোসাইটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাপ্পি বক্তব্য রাখেন। দুইদিনব্যাপী আয়োজিত এই প্রযুক্তি উৎসবে দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী দল ও প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার মূল ইভেন্টগুলো হলো- প্রোগ্রামিং কনটেস্ট ও আইসিটি অলিম্পিয়াড।