ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কেপ ফ্লোরেস-কে ইতালির রাভেন্না বন্দরে স্বাগত জানালেন বাংলাদেশের রাষ্ট্রদূত

নাজমুল হোসেন, ইতালি

(১ বছর আগে) ১২ আগস্ট ২০২২, শুক্রবার, ১০:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৬ অপরাহ্ন

mzamin

ইতালির অন্যতম বৃহৎ সমুদ্র বন্দর রাভেন্না’য় কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি কেইপ ফ্লোরেস ভয়েজ ০০৭ডব্লিউ’-কে ১০ আগস্ট ২০২২ তারিখ সকাল আনুমানিক ১১ টার দিকে স্বাগত জানান ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। চট্টগ্রাম বন্দর থেকে গত ২৪ জুলাই ২০২২ তারিখ রওনা দিয়ে মাত্র ১৮ দিনেই ৫০৭ টি কন্টেইনার বহনকারী এই জাহাজটি বাংলাদেশি তৈরি পোশাক, চামড়াজাত দ্রব্যাদি প্রভৃতি নিয়ে সরাসরি ইতালির উক্ত বন্দরে নোঙর করে।

রাষ্ট্রদূত এটিকে আনন্দ আর গর্বের এক বিশেষ মুহুর্ত আখ্যা দিয়ে ক্যাপ্টেন লিওপোলদো জোভিতো মস্কা’র কাছ থেকে কন্টেইনারগুলো গ্রহণ করেন। ঐতিহাসিক এই মুহুর্তে রাভেন্না বন্দরের প্রেসিডেন্ট  জিয়ানানতোনিও মিনগোজ্জি এবং ‘রিফলাইন ইতালি’-র (RifLine Italy S.p.a) প্রেসিডেন্ট জর্জিও ভরিয়া উপস্থিত ছিলেন। ইতোপূর্বে রাভেন্না বন্দরের স্থানীয় জ্যেষ্ঠ কর্মকর্তা সেক্রেটারি পাওলো ফেরান্দিনো এবং ডেপুটি মেয়র মিজ্ ইউজেনিও ফুসিনানির সাথে রাষ্ট্রদূত সাক্ষাত করেন।

বন্ধুপ্রতিম দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে সরাসরি জাহাজ চলাচলের প্রারম্ভিক কাজে বাংলাদেশের রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন। এ উদ্যোগের অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করে দু’দেশের পারস্পরিক সুবিধা আনয়নের লক্ষ্যে সর্বদা তিনি তার সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন। দূতাবাসের ইকনোমিক কাউন্সেলর  মানস মিত্র এ সময় উপস্থিত ছিলেন।

এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া বাংলাদেশ-ইতালি রুটে চট্টগ্রাম এবং রাভেন্না বন্দরের মধ্যে উভয় দিকেই ইতোমধ্যে কয়েকবার সরাসরি জাহাজ চলাচল করেছে। জাহাজ চলাচলের এ কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ-ইতালি বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এক নব দিগন্ত উন্মোচিত হ’ল যা দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি, বিশেষ করে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে তৈরি পোশাক রপ্তানি বহুগুণে প্রসারিত করবে। এ উদ্যোগের ফলে দু’দেশের মধ্যে মালামাল পরিবহনের ব্যয় ৪৫-৫০ শতাংশ কমে যাবে যেহেতু জাহাজ চলাচলের সময় পূর্বের ৪৫ দিন থেকে কমে এখন ১৫-১৮ দিনে নেমে গেছে। ইতালিয়ান পোশাক আমদানিকারক এবং মালামাল পরিবহনকারী সংস্থা ‘রিফলাইন (RIF Line)’ ও এর অংগসংস্থা ‘ক্যালিপসো কোম্পানিয়া’ এর যৌথ উদ্যোগের ফলে নতুন এই নৌপথ আবিষ্কৃত হ’ল। বাংলাদেশের ৬ষ্ঠ বৃহত্তর রপ্তানি গন্তব্যের দেশ (প্রায় ২.৩ বিলিয়ন) ইতালির সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সুদৃঢ় এবং প্রসারিত করার লক্ষ্যে রোমস্থ বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে ইতালিয়ান কোম্পানিগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status