খেলা
ট্রেবল স্বপ্নভঙ্গের পর ক্লাসিকোতে মনোযোগ ফ্লিকের
স্পোর্টস ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ২:৫২ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লীগ শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষাটা দীর্ঘায়িত হলো বার্সেলোনার। ইন্টার মিলানের মাঠে আক্রমণের পসরা সাজিয়েও লাভ হয়নি কাতালানদের। ৩-৩ গোলের নির্ধারিত সময়ের খেলার পর অতিরিক্ত সময়ের এক গোলে ফাইনালের টিকিট কেটেছে ইতালিয়ান জায়ান্টরা। দুই লেগ মিলে ৭-৬ গোলের জয়ে শিরোপার থেকে স্রেফ এক কদম দূরে নেরাজ্জুরিরা। অন্যদিকে স্বপ্ন ভেঙেছে বার্সার ট্রেবল জয়ের। কাতালুনিয়ানদের পরবর্তী ম্যাচ স্প্যানিশ লা লিগায়, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেই ম্যাচ দিয়েই লীগ শিরোপা নির্ধারিত হবে অনেকটাই। সান সিরোতে হারের পর তাই বার্সা বস হান্সি ফ্লিকের নজর এখন এল ক্লাসিকোতে।
তর্কসাপেক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগ ইতিহাসের সেরা সেমিফাইনাল ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব। রোমাঞ্চে ঠাসা পেন্ডুলামের মতো দুলতে থাকা এই ম্যাচে শেষ হাসি কে হাসবে, নির্ধারিত সময় পর্যন্তও তা বলা মুশকিল ছিল বৈকি! বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে আগের লেগে ৩-৩ গোলের সমতার পরই ইতিহাস বদলাতে হতো রাফিনহা-ইয়ামালদের। কেননা চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে ইন্টার মিলান যে নিজেদের মাঠে কখনওই সেমিতে হারেনি। এই ইতিহাস পরিবর্তনের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল সফরকারীরা। তবে এতসব অনেকটা একা হাতেই থামিয়ে দিয়েছেন ইন্টার গোলকিপার ইয়ান সোমার। ফাইনালিস্টদের সেমির নায়কও বলা চলে এই সুইস গোলকিপারকে। তবে দুই লেগ মিলে ৬ গোল খাওয়া গোলকিপার কীভাবে নায়ক বনে গেলেন? মাঠের খেলাটা দেখে থাকলে অবাক হওয়ার মতো কিছুই নেই। মঙ্গলবার সব মিলিয়ে বার্সা গোলের দিকে ২২টি শটের মধ্যে ১০টিই রাখে লক্ষ্যে। সেখান থেকে বল জালে ঢুকেছে ৩ বার, আর বাকি ৭টি সেভ করেছেন সোমার। পুরো ম্যাচ জুড়ে ৭২ শতাংশ বল পায়ে রাখা বার্সেলোনা হেরে গেছে ওই চীনের প্রাচীরের সামনেই। আর দুই লেগ মিলে এই ৩৬ বছর বয়সী গোলকিপার সেভ করেছেন ১৪টি! ফিরতি লেগে বার্সার তরুণ তুর্কি লামিন ইয়ামাল বারবার পরাস্ত হয়েছেন তার কাছে। ম্যাচের ১১৪তম মিনিটে ইন্টার যখন ৪-৩ গোলে এগিয়ে, তখন আরেকটা রূপকথা লিখতে পারতো এই ১৭ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড। বাঁ প্রান্ত দিয়ে ইয়ামালের কোনাকুনি বাঁকানো শটটা দেখে মনেই হচ্ছিল ফের বুঝি সমতাসূচক গোল পেয়ে গেলো কাতালানরা। নিজের শরীরকে যতটা সম্ভব মেলে দিয়ে অবিশ্বাস্যভাবে আঙুলের ছোঁয়ায় বলকে লক্ষ্যের বাইরে সরিয়ে দিলেন সোমার। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকলেন ইয়ামাল। এই সেভে যেনো হুলিও সিজারকে ফেরালেন সোমার।
চ্যাম্পিয়নস লীগের ২০০৯-১০ মৌসুমের সেমিতে লিওনেল মেসির একটি শট ঠিক এভাবেই ফিরিয়ে দিয়েছিলেন ইন্টারের তৎকালীন সেলেসাও গোলকিপার। এদিনের হারের পর বার্সা বস জানান, তাদের নজর এখন লা লিগা শিরোপার দিকে। এল ক্লাসিকোকে সামনে রেখে ফ্লিক বলেন, ‘আমরা এখান থেকে শিখব, শেখার পালা চলতেই থাকবে। খুব বেশি সময় না থাকলেও আগামী সপ্তাহে আমরা নতুন আশা নিয়ে ফিরবো।’ এই জার্মান কোচ যোগ করেন, ‘কাজটা কঠিন হলেও আমরা নিজেদের সবকিছু উজাড় করে দেব। প্রস্তুতির জন্য পাঁচদিন সময় আছে এবং আমরা এটি (ক্লাসিকো) জিততে চাই।’