খেলা
পাকিস্তানে সংঘাত, পিএসএলে থাকা নাহিদ-রিশাদকে নিয়ে যা জানালো বিসিবি
স্পোর্টস ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ৭ মে ২০২৫, বুধবার, ২:১৯ অপরাহ্ন

পাকিস্তান, ভারত - দুই দেশের মধ্যে গত কয়েকসপ্তাহ ধরে চলমান উত্তেজনার মাঝে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকজায়গায় হামলা চালায় ভারত। বিপরীতে ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানায় পাকিস্তানের গণমাধ্যম। চলমান এ সংঘাতের মাঝেও চলছে পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। যেখানে রয়েছে বাংলাদেশের অভিজ্ঞ দুই তরুণ ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন।
পিএসএলে পেসার নাহিদ খেলছেন পেশোয়ারে আর লেগস্পিনার রিশাদ লাহোরের হয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টে বাকি আছে বেশ কিছু ম্যাচ। চলমান এই সংঘাতের মাঝে এই দুই ক্রিকেটারকে কী দেশে ফিরিয়ে আনা হবে কী না সেটাই জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে। বুধবার ফাহিম গণমাধ্যমকে বলেন, পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। তবে পরিস্থিতি খারাপ হলে অবশ্যই রিশাদ এবং নাহিদকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। নাহিদ ও রিশাদের নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে পাকিস্তান সুপার লীগ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিসিবি।
উল্লেখ্য, পিএসএলে এখন পর্যন্ত লীগ পর্বে নাহিদের দলের বাকি আছে দুই ম্যাচ। রিশাদের দলের বাকি আছে আর একটি ম্যাচ। প্লে-অফ এবং ফাইনাল খেলা সাপেক্ষে তাদেরকে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত পাকিস্তানে থাকতে হতে পারে। তবে ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা বজায় থাকলে হয়তো দুই বাংলাদেশি ক্রিকেটারকে পিএসএলের বাকি ম্যাচগুলোতে আর নাও দেখা যেতে পারে।
এর আগে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি মৌসুমে তিন ক্রিকেটারকে ছাড়পত্র (এনওসি) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানে যান রিশাদ হোসেন, নাহিদ রানা ও লিটন দাস। এদের মধ্যে টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরিতে পড়ে দেশে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস।