অনলাইন
পাকিস্তানি সিনেটর
অযোধ্যায় বাবরি মসজিদের প্রথম ইট স্থাপন করবে পাক সেনারা
মানবজমিন ডিজিটাল
(১ দিন আগে) ১ মে ২০২৫, বৃহস্পতিবার, ৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৩ অপরাহ্ন

বাবরি মসজিদ তৈরি হবে অযোধ্যায়। সেই মসজিদ স্থাপনের প্রথম ইট গাঁথবেন পাক সৈনিকরা। পাকিস্তানি সিনেটর পালওয়াশা মোহাম্মদ জাই খানের মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে পাকিস্তানের উচ্চকক্ষে পালওয়াশার বক্তৃতার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সেখানে পালওয়াশা বলছেন, ‘অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তান সৈন্যরা স্থাপন করবে এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান অসীম মুনির। আমরা মোটেও চুড়ি পরে বসে নেই।’ শুধু বাবরি মসজিদ নয়, ভারতীয় সেনা প্রসঙ্গেও বিভাজনমূলক মন্তব্য করেছেন পাক সিনেটর।
তার কথায়, ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে তাহলে নাকি শিখ ধর্মাবলম্বীরা তাতে অংশ নেবেন না। পালওয়াশার যুক্তি, ভারত যে পাকিস্তানকে এত হুমকি দিচ্ছে, ওদের জানিয়ে দিতে চাই-ভারতের শিখ সৈনিকরা মোটেও পাকিস্তানকে আক্রমণ করবে না। কারণ এটা তাদের কাছে গুরু নানকের দেশ।
পাকিস্তানি নেতারা ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার ঘটনা এটিই প্রথম নয়। সম্প্রতি ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি একটি উস্কানিমূলক বক্তব্য রাখেন।
তিনি ভারতকে সতর্ক করে বলেন, ‘পাকিস্তানই সিন্ধু সভ্যতার প্রকৃত অভিভাবক। সিন্ধু নদ আমাদের। আর আমাদেরই থাকবে। হয় এখান দিয়ে পানি বইবে, নয়তো ওদের (ভারতীয়দের) রক্ত।’
গত বুধবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক্স-এ বলেছেন, ‘পাকিস্তান শান্তি পছন্দ করে, কিন্তু তাদের এই আচরণকে দুর্বলতা হিসেবে ভুল করা উচিত নয়। পাকিস্তানের যেকোনো ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়ার ক্ষমতা রয়েছে।’ সূত্র: ইন্ডিয়া টুডে, মিনট, নিউজ১৮