ঢাকা, ২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

এপিপিজি’র সভায় বাংলাদেশ হাইকমিশনার

বাংলাদেশ এখন একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

(১ দিন আগে) ১ মে ২০২৫, বৃহস্পতিবার, ৫:১১ অপরাহ্ন

mzamin

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ব্রিটিশ পার্লামেন্টে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ-এর এক সভায় অংশগ্রহণ করেন। বুধবার স্থানীয় সময় বিকেলে এপিপিজি সভায় বাংলাদেশের স্বচ্ছতা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন হাইকমিশনার। সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ বিষয়ে হাইকমিশনার বলেন, ‘আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা নিশ্চিত করছে। বাংলাদেশ এখন একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র, যেখানে দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে পারেন। অতীতে ভিসা প্রাপ্তিতে যেসব প্রতিবন্ধকতা ছিল, বর্তমান সরকার তা দূর করে সহজ ও দ্রুত প্রক্রিয়া চালু করেছে।’

এ সভার আয়োজন করেন এপিপিজির চেয়ারপার্সন এমপি আপসানা বেগম। এতে আবিদা ইসলাম আরও বলেন, ‘সরকার ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষার নীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’

সভায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একমত হন যে এ বিষয়ে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

হাইকমিশনার সভায় সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরেন এবং জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে যে মানবিক বিপর্যয় ঘটেছে, তার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১২লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে সরকার আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করছে।’

সভায় সংসদ সদস্যরা যুক্তরাজ্যে কনস্যুলার সেবা লন্ডনের বাইরেও সম্প্রসারণের আহ্বান জানান এবং হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সরকার সব দেশের সঙ্গে সম্মানজনক ও সমতাভিত্তিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় আরো উপস্থিত ছিলেন এমপি আপসানা বেগম, লর্ড হুসেইন, ব্যারোনেস উদ্দিন, এমপি ইমরান হুসেইন, এমপি তাহির আলী, এমপি ডন বাটলার, এমপি বব ব্ল্যাকমেন, মার্গারেট মুলান, লর্ড সাহোতা, পল ওয়াহ ও আমান্ডা মার্টিন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status