খেলা
হৃদয়ের শাস্তি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি
স্পোর্টস রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৩:৪৭ অপরাহ্ন

মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে এবার ক্রিকেটাররা এক হয়েছেন। গতকাল রাতেই জানা যায়, আজ সংবাদ সম্মেলন করবেন তারা। সকাল থেকেই একে তামিম ইকবাল, হৃদয় থেকে শুরু করে নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বিরা হোম অফ ক্রিকেটে আসেন। এরপর দুপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা।
আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুরও এই বৈঠকে উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে সভায় যোগ দিয়েছেন ক্রিকেট অপরাশেন্সের চেয়ারম্যান ও ডিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
মিটিং শেষে সংবাদ সম্মেলন করবেন ক্রিকেটাররা। গুঞ্জন আছে হৃদয়ের নিষেধাজ্ঞা না ওঠালে লীগ বর্জনের ডাক দিতে পারেন ক্রিকেটাররা।