ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ঝড়-বৃষ্টি লাল কার্ডের পর ফাইনাল ‘পরিত্যক্ত’

স্পোর্টস রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী-বসুন্ধরা কিংস প্রথমার্ধে সমান তালে লড়াই করেছে। গোল, হাতাহাতি-ধাক্কাধাক্কি সবই হয়েছে প্রথমার্ধে। কিন্তু বিরতির পর ঝড়-বৃষ্টির হানায় বন্ধ হয়ে যায় ম্যাচ। ঝড়ের তাণ্ডবে উড়ে যায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের অস্থায়ী ডাগআউট। লণ্ডভণ্ড হয়ে যায় প্রেসবক্স। মাঠে ঢুকে পড়েন গ্যালারির দর্শকরা। ঘণ্টা খানিক বিরতির পর খেলা আবার শুরু হলে কর্দমাক্ত ও পিচ্ছিল মাঠে দুই দলের স্বাভাবিক খেলা হয় বিঘ্নিত। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুই দলের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের প্রথম অর্ধের ১৫ মিনিট ১-১ সমতায় শেষ হয়। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধ শুরুর আগে দুই দলের অধিনায়ক, কর্মকর্তা, ম্যাচ কমিশনারদের সঙ্গে রেফারি আলোচনার পর ম্যাচ ‘পরিত্যক্ত’ ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় অসন্তোষ জানায় গ্যালারিতে আসা দর্শকরা। আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে হতাশা প্রকাশ করতে দেখা যায়, কেননা, ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখায় অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে কিংসকে খেলতে হতো দশজনকে নিয়ে। শিরোপা লড়াই অবশ্য কবে ফের মাঠে গড়াবে, সে ব্যাপারে অবশ্য কোনো ঘোষণা দেয়া হয়নি। শুধু বলা হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরবর্তীতে জানাবে তাদের সিদ্ধান্ত। ময়মনসিংহে শুরুতে কিংস ছিল দাপুটে, নড়বড়ে আবাহনী। কিক অফের পরই হুয়ান লেসকানো ভীতি ছড়ান আবাহনীর রক্ষণে। চতুর্থ মিনিটে কিংসের সাদউদ্দিনের দূরপাল্লার প্রচেষ্টায় যায় পোস্টের বাইরে। গ্যালারিতে আসা কিংস সমর্থকরা আনন্দের উপলক্ষ পেয়ে যায় পরের মিনিটেই। সাদের ফ্রি কিকে লেসকানোর হেড দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়, বলের নাগাল পাওয়ার কোনো সুযোগই ছিল না মিতুল মারমার সামনে। কিংসের হয়ে প্রথম গোল পেলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই ধাক্কাতেই যেন জড়তা কাটিয়ে জেগে ওঠে আবাহনী। পঞ্চদশ মিনিটে তপু-সাদ-দেসিয়েলদের ঢিলেঢালা রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফিরে আকাশি-নীল জার্সিধারীরা। বাঁদিক দিয়ে আক্রমণে ওঠা এমেকা ওগবাহকে আটকাতে পারেনি কেউ। তার দারুণ কাটব্যাক গোলমুখ থেকে নিখুঁত প্লেসিংয়ে জাল খুঁজে নেন ইব্রাহিম। ৩৮ মিনিটে মাহাদি ইউসুফ ও সোহেল রানা জুনিয়রের মধ্যের বল দখল নিয়ে মেজাজ হারায় দুই পক্ষ। রেফারি ফাউলের বাঁশি বাজানোর পর শাকিল আহাদ তপু শটে বল গিয়ে লাগে কিংস কোচ ভ্যালেরি তিতের গায়ে। শুরু হয়ে যায় হাতাহাতি, ধাক্কাধাক্কি। সহকারীদের সঙ্গে কথা বলে কিংসের রিমন হোসেন ও রিজার্ভ গোলরক্ষক মেহেদী হাসান, আবাহনীর মিরাজুল ইসলাম শাকিলকে হলুদ কার্ড দেখান রেফারি সাইমন হোসেন। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর মিনিট দুয়েক পরই ভারী বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ করে দেন রেফারি। গ্যালারি থেকে অবিশ্বাস্যভাবে দর্শকরা ঢুকে পড়েন মাঠে, মেতে ওঠেন জলকেলিতে! মাঠের নিরাপত্তাকর্মীরা অনেক চেষ্টার পর মাঠ ছাড়েন দর্শকরা। ততক্ষণে মাঠের অবস্থা হয়ে পড়ে যাচ্ছেতাই। ঝড়ো বাতাসে গ্যালারির এককোণে গণমাধ্যম কর্মীদের জন্য সাজানো সামিয়ানা ছিঁড়ে যায়। চলে যায় বিদ্যুৎ। প্রায় ৫০ মিনিট পর ফের শুরু হয় খেলা। ৭২তম মিনিটে এমেকাকে কড়া চার্জ করে কিংসের সোহেল রানা সিনিয়র দেখেন হলুদ কার্ড। আবাহনীর ডাগআউটের সামনে এই কাণ্ড হলেও পরিস্থিতি শান্তই থাকে। চার মিনিট পর লেসকানোকে তুলে ইনসান আলিকে নামান কিংস কোচ। দ্বিতীয় কোয়ালিফায়ারে কিংসের জয়ের নায়ক ছিলেন ইনসান। দারুণ সুযোগ কিংস পেয়েছিল ৮১তম মিনিটে। ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে রাকিব হোসেনের হেড পাসে বক্সের ভেতরে মাঝামাঝি পেয়ে যান সোহেল, কিন্তু ক্রসবারের উপর দিয়ে মেরে হতাশায় মুখ ঢাকেন এই মিডফিল্ডার। ১০২তম মিনিটে অযথা সুমনকে পেছন থেকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন ফয়সাল আহমেদ ফাহিম। দশজনের দলে পরিণত হয় কিংস। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে মাঠ ছেড়ে যাওয়া রেফারির উদ্দেশ্যে কিছু একটা বলে হলুদ কার্ড দেখেন কিংস কোচ তিতে। এরপর আলোকস্বল্পতা নিয়ে দুই ক্লাবের অফিসিয়াল, অধিনায়ক, ম্যাচ কমিশনারের সঙ্গে বসেন রেফারি। তাদের মধ্যে আলোচনা চলে বেশ খানিকটা সময়, এরপরই আসে ফাইনাল পরিত্যক্তের ঘোষণা। ফাইনালে ওঠার প্রথম কোয়ালিফায়ারে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছিল আবাহনী।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status