ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

সার্জারির বিকল্প খুঁজতে ইংল্যান্ডে যাচ্ছেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে নেই তাসকিন আহমেদ। আগেই জানা গিয়েছিল পরের টেস্টেও থাকবেন না তিনি। গোড়ালির চোটে ভোগা তাসকিন ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) মাঝপথেই ছিটকে যান মাঠের বাইরে। উন্নত চিকিৎসার জন্য আগামী ২৭শে এপ্রিল ইংল্যান্ড যাবেন জাতীয় দলের এই পেসার। দৈনিক মানবজমিনকে এটি নিশ্চিত করেছেন তাসকিন নিজেই। বেশ কিছুদিন আগে থেকেই দেশে চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তিনি। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে। এজন্য ইংল্যান্ডে যাবেন তাসকিন। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীও তার সঙ্গে যাবেন। মানবজমিনকে তিনি বলেন, ‘হ্যাঁ তাসকিনকে নিয়ে ইংল্যান্ড যাবো আমিও। ২৯শে এপ্রিল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়া আছে।’ তবে আসলে চিকিৎসা নিতে নয়, পরামর্শ নিতেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন। ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সদস্যরা যে ডাক্তার দেখান তাসকিনকেও তার কাছেই পাঠাচ্ছে বিসিবি। চোটের যে অবস্থা এখন, তাতে তাসকিনকে ছুরি-কাচির টেবিলে উঠতে হতে পারে। যদিও বিসিবি বা তাসকিন কেউই চাইছে না সার্জারি করাতে। কারণ এই ধরনের চোটে সার্জারি করালে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কম। এ ছাড়া সার্জারি করলে অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। এজন্যই বিকল্প রাস্তার জন্যই পরামর্শ করতে মূলত ইংল্যান্ডের ডাক্তারের কাছে যাচ্ছেন তাসকিন। যদিও সার্জারি না করালেও মাঠে ফিরতে বড় চ্যালেঞ্জ উতরাতে হবে তাসকিনকে। প্রতি ম্যাচের আগে ব্যথানাশক ওষুধ সেবন, একাধিক এবং মোটা মোজা পরিধান ও বিশেষভাবে তৈরি করা জুতা পায়ে দিয়ে খেলতে হবে এই পেসারকে। সবমিলিয়ে সার্জারি হোক না হোক, ক্রিকেট চালিয়ে যাওয়া তাসকিনের জন্য আর সহজ কিছু থাকছে না। গত মাসের ২১শে মার্চ সর্বশেষ ম্যাচ খেলেন তাসকিন। ডিপিএলে মোহামেডানের হয়ে ধানমণ্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে সেদিন ৫০ রানে ২ উইকেট নেন তিনি। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। মূলত বোলিং করতে গেলে ব্যথা অনুভব করছেন তাসকিন। এজন্য ওই ম্যাচের পর থেকে তাকে সম্পূর্ণ বিশ্রামে রেখেছে বিসিবি’র মেডিক্যাল বিভাগ। তখন তাসকিনের গোড়ালির চোট নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছিলেন, ‘বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক এই বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status