খেলা
ডিপেন্ডেবলেও ‘ডিপেন্ড’ করা যাচ্ছে না
ইশতিয়াক পারভেজ, সিলেট থেকে
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরুর আগে ওপেনিং নিয়ে যে শঙ্কা ছিল তা আরও একবার বাস্তবে রূপ নিয়েছে। সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। জয় সবশেষ সিলেটে খেলেছিলেন ৮৬ রানের ইনিংস। এরপর কেটে গেছে ১৭ মাস ২৬ দিন। খেলেছেন ১৭ ইনিংস। কিন্তু দেখা পাননি কোনো ফিফটির। সাদমানের ওপরও আস্থা রাখা যাচ্ছে না। সবচেয়ে ভয়ের বিষয় বাংলাদেশ ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহীম রান পাচ্ছেন না। সবশেষ ১৩ ইনিংসে তার ব্যাট থেকে কোনো ফিফটি আসেনি। সাদা পোশাকে ২০২৪-এ সবশেষ ১৯১ রানের ইনিংসটি খেলেছিলেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। এখন পর্যন্ত দেশের হয়ে ৯৫ টেস্ট খেলা এই ব্যাটার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ইনিংসেই আউট হয়েছেন দুই অঙ্কের নিচে। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় টাইগাররা অলআউট হয়েছে মাত্র ১৯১ রান। সেখানে সফরকারীরা ২৭৩ রান করে লিড নিয়েছে ৮২ রানের। এমন পরিস্থিতিতে ম্যাচ বাঁচাতে একমাত্র ভরসা ব্যাটাররা। দ্বিতীয়দিন জবাব দিতে নেমে ৫৭ রানে হারায় ১ উইকেট। এরপর গতকাল বৃষ্টিবিঘ্নিত তৃতীয়দিনে বাংলাদেশের স্কোর বোর্ডে ১৯৪ রান ৪ উইকেট হারিয়ে। এদিন খেলা হয়েছে মাত্র ৪৪ ওভার। এদিন ১৪৪ রান যোগ করতে হারায় তিন উইকেট। জয় ৩৩, মুমিনুল ৪৭ ও মুশফিক ফিরেছেন ৪ রান করে। ধারণা করা হচ্ছে দেশের হয়ে নিজের শততম ম্যাচ খেলেই বিদায় বলেন মুশফিক! তবে তার যে ফর্ম তাকে টানা দলের জন্য কতোটা সুখবর হবে সেটি নিয়ে আছে প্রশ্ন! গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় সেশনে খেলা গড়ালে লিড পায় বাংলাদেশ। যদিও হারিয়েছে চার ব্যাটারকে। তৃতীয় সেশনে কিছুটা সময় খেলা চলার পর দেখা দেয় আলোকস্বল্পতা। তাতে শেষ হয় দিনের খেলা। তৃতীয়দিন শেষে ১১২ রানের লিড পেয়েছে বাংলাদেশ। বৃষ্টি বাধা পেরিয়ে তৃতীয়দিন দুপুর ১টায় গড়ায় খেলা। সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা হওয়ার কথা ছিল। বিকাল ৪টা ৪০ মিনিটে আলোকস্বল্পতার কারণে খেলা থামিয়ে দেন দুই আম্পায়ার। যদিও সাড়ে ৩টার পর থেকে ফ্লাডলাইটের আলোতে চলছিল খেলা। ক্রিকেটাররা চলে যান ড্রেসিংরুমে। পরে আম্পায়ার ও ম্যাচ রেফারি অপেক্ষা করেন ২৩ মিনিট। আলোর উন্নতি না হওয়ায় দিনের খেলার শেষ ঘোষণা হয় সেখানেই। সারাদিনে প্রায় সাড়ে তিন ঘণ্টা খেলা মাঠে গড়িয়েছে। দিন শেষে ব্যাটে ৪ উইকেটে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ। চতুর্থদিন ব্যাটে নামবেন নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিক। শান্ত ৬০ রানে এবং জাকের ২১ রানে অপরাজিত আছেন। গতকাল খেলা শুরুর পর দিনের ষষ্ঠ ওভারে মাহমুদুল হাসান জয় ফিরে যান। ৩৩ রান করেন এ ওপেনার। তৃতীয় উইকেটে শান্তকে নিয়ে ৬৫ রান যোগ করেন মুমিনুল। ১৩৮ রানে মুমিনুল ফিরে গেলে জুটি ভাঙে। ৪৭ রান করেন তিনি। এরপর মুশফিকুর রহীম ব্যাটে নেমে আবারো হতাশ করেছেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪ রানে ফিরে গেছেন। গতকালও তিনি জায়গাতে দাঁড়িয়ে অফ স্ট্যাম্পের বল খোঁচা দিয়ে আউট হয়েছেন জন্ম দিয়েছেন ফের সমালোচনা। এক যুগের বেশি সময় ধরে খেলা এ অভিজ্ঞ ব্যাটারের কাছে এমনটা কারও প্রত্যাশা নয়। তার বিদায়ের পর ফেরার পর চা বিরতিতে যায় দু’দল। এরপর জাকের-শান্ত মিলে যোগ করেন ৩৯ রান।
সফরকারীদের ব্লেসিং মুজারাবানি ৩ উইকেট ও ভিক্টর নিয়াউচি একটি উইকেট নিয়েছেন। দারুণ বোলিং করেছেন জিম্বাবুয়ের বোলাররা। তবে টাইগারদের ব্যাটিং যাদের ভরসাতে নির্ভর তারাই আউট হয়েছেন বাজে শটে। গতকাল জয় ও মুশফিক উইকেট ছুড়ে দিয়েছেন। ৪৭ রান করা মুমিনুল বাজে শটে ক্যাচ দিয়েছেন। বড় উইকেটে থিতু হয়েও তিন ব্যাটার আউট হয়েছেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে।