খেলা
হামজার শেফিল্ডকে হারিয়ে প্রিমিয়ার লীগে বার্নলি
স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, বুধবার
হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের সামনে সুযোগ ছিল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লীগে উন্নীত হওয়ার। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছে তারা। চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার বার্নলির বিপক্ষে ২-১ গোলে হেরে যায় শেফিল্ড। হামজাদের এই হারে বার্নলি প্রিমিয়ার লীগে প্রত্যাবর্তন নিশ্চিত করেছে, তাদের সঙ্গী লিডস ইউনাইটেড। অন্যদিকে শেফিল্ডকে নামতে হবে প্লে’অফের কঠিন লড়াইয়ে। ৪৪ ম্যাচ শেষে বার্নলি ও লিডস দু দলেরই সংগ্রহ ৯৪ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ শেষে ৮৬ পয়েন্ট নিয়ে শেফিল্ড অবস্থান করছে টেবিলের তৃতীয় স্থানে। হামজাদের ২ পয়েন্ট জরিমানা না হলে অবশ্য কাগজে-কলমে সরাসরি প্রিমিয়ার লীগে খেলার সম্ভাবনা এখনো টিকে থাকত। লীগে আরো দুটো ম্যাচ বাকি থাকলেও শেফিল্ডের প্লে’অফ খেলতেই হবে। প্লে’অফে প্রথমে হোম অ্যান্ড অ্যাওয়েতে ষষ্ঠ স্থানে থাকা দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে হবে শেফিল্ডকে। সেখানে জিতলে তারা উঠবে ফাইনালে। এরপর ফাইনাল ম্যাচ জিতলেই পাবে প্রিমিয়ার লীগের টিকিট।
গত বছর শেফিল্ডের মতো অবস্থানে থাকা লিডস প্লে’অফ ফাইনালে হেরে যায় সাউদাম্পটনের কাছে। এবার সেই লিডস সরাসরি প্রিমিয়ারে উঠে গেলো। প্রিমিয়ার লীগের ২০২৩-২৪ মৌসুমে খেলেছিল বার্নলিও। সেবার ২৪ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে থেকে অবনমন হয়েছিল তাদের। ১৬ পয়েন্ট নিয়ে তলানিতে ছিল শেফিল্ড। আর দুই মৌসুম পর প্রিমিয়ার লীগে ফিরতে যাচ্ছে লিডস। ২০২২-২৩ মৌসুমে ৩১ পয়েন্ট নিয়ে ১৯তম হয়েছিল তারা। চলতি মৌসুমে লীগ শিরোপা জয়ের কাছে পৌঁছে গেছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬। অবনমন নিশ্চিত হয়ে গেছে লেস্টার সিটি ও সাউথ্যাম্পটনের। ২১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে থাকা ইপ্সউইচ টাউনও আছে এই শঙ্কায়।