ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেটে ব্যবসায়ীদের ক্ষোভ

হেলেন ও কয়েসের নেতৃত্বে ড্রেন দখল করে স্থাপনা নির্মাণ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৩ এপ্রিল ২০২৫, বুধবার

সিলেটে ‘সেকেন্ড লেডি’ বলে খ্যাত আওয়ামী লীগ নেত্রী হেলেন আহমদ ও তার পার্টনার মিসবাউর রহমান কয়েস ড্রেন দখল করে স্থাপনা নির্মাণ করেছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তাদের এই অভিযোগে ভিত্তিতে নগরের জিন্দাবাজারের ওই ভূমির উপর নির্মাণ করা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। হেলেন আহমদ সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের সময় তিনি ক্ষমতার লেডি ছিলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছের লোক হওয়ায় হেলেনের ক্ষমতা অপব্যবহার করে তার পার্টনার কয়েস নগরের প্রাণকেন্দ্রের প্রায় ৩ ডিসিমেল জমি দখল করেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেছেন- বছর খানেক আগে অবৈধভাবে ড্রেনের উপর পানি চলাচলের পথ বন্ধ করে নির্মাণ করা হয় স্থাপনা। পরে ওই স্থানে হেলেনের মালিকানাধীন এইচএম করপোরেশন স্থানান্তরিত করা হয়। এর আগে এইচএম করপোরেশন হেলেনের নিজস্ব মালিকানাধীন মার্কেটের নিচ তলায় ছিল। ব্যবসায়ীরা জানিয়েছেন- যখন ড্রেন দখল করে ভবন নির্মাণ করা হয় তখন অনেকেই প্রতিবাদ জানিয়েছিলেন। ওই সময় কয়েসের চোখ রাঙানির কাছে তারা অসহায় হয়ে যান। কয়েক দিন আগে হেলেনের ব্যবসায়িক পার্টনার কয়েস পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় ব্যবসায়ীরা এখন মুখ খুলতে শুরু করেছেন। এদিকে- সোমবার ড্রেনের উপর নির্মাণকৃত প্রতিষ্ঠান তালাবদ্ধ অবস্থায় পরিদর্শনে যান মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। এ সময় বদরুজ্জামান সেলিম জানিয়েছেন; হেলেন-কয়েস ক্ষমতা ব্যবহার করে সিলেটের বিভিন্নস্থানে ভূমি দখলসহ অপরাধ কার্যক্রম চালিয়েছে। আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থাকায় আমরা চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি। উপস্থিত থাকা সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর জানিয়েছেন- আমরা বিষয়টি জেনেছি। ব্যবসায়ীরা অভিযোগ দিলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি অলিউর রহমান, সহ-সভাপতি মিছবাউল করিম, সাধারণ সম্পাদক শহিদুল হক, লন্ডন ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি গুলজার আহমদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ব্যবসায়ী রুহুল আবেদীন, জয়নাল আবেদীন, মহিবুর রহমান, শাহাদত হোসেন, আব্দুল কাইয়ুম প্রমুখ। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status