ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মায়ের মরদেহ রেখে পরীক্ষা দিলো মুন্নি

শরীয়তপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী গ্রামের কাশেম মৃধার মেয়ে মুন্নি আক্তার চরমাইজারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী। মুন্নিরা পাঁচ ভাই ও দুই বোন। সাত ভাইবোনের মধ্যে সবার ছোট মুন্নি ছিল মায়ের একান্ত সঙ্গী। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার মা জুলেখা বেগম। অসুস্থ মায়ের দেখভালের দায়িত্ব ছিল মূলত মুন্নির উপরেই। কিন্তু সোমবার ভোরে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে বাড়িতেই মারা যান জুলেখা বেগম। বুকভরা কান্না, চোখভরা জল আর অগাধ বেদনার মাঝেও মুন্নি দেখালেন অভূতপূর্ব মানসিক দৃঢ়তা। মায়ের নিথর দেহ বাড়িতে রেখেই তিনি অংশ নেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায়। গরিবের চর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সকালে স্কুল গেটের সামনে একটি মেয়েকে ভ্যানে বসে কাঁদতে দেখি। পরে জানতে পারি তার মা রাতেই মারা গেছেন এবং সে মায়ের মরদেহ রেখে পরীক্ষা দিতে এসেছে। আমি তাকে সান্ত্বনা দিয়ে হলরুমে বসাই এবং পুরো সময়টিতে তাকে সাহস জুগিয়েছি। তার দায়িত্ববোধ ও পড়াশোনার প্রতি নিষ্ঠা দেখে আমি অভিভূত। পরীক্ষা শেষে সে বাড়িতে গেলে তার মায়ের দাফন হয়।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status