ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মিরসরাইয়ে নদীগর্ভে বিলীন হচ্ছে বাঁধ হুমকিতে মৎস্য খামার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
mzamin

চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের (সিডিএসপি) বাঁধ। প্রতিদিন নতুন নতুন অংশ ভেঙে যাচ্ছে। গত কয়েকদিনে বাঁধের একাংশ নদীতে বিলীন হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। ভেঙে গেছে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও সড়কের পাশের অসংখ্য গাছ। ভাঙনে দিশাহারা হয়ে পড়েছেন এ এলাকার মৎস্যচাষিরা। দ্রুত বাঁধের ভাঙন ঠেকানো না গেলে মৎস্য শিল্পে ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে। লবণাক্ত পানি ঢুকলে মাছচাষ হুমকির মুখে পড়বে। অথচ সিডিএসপি বাঁধকে ঘিরে বদলে গেছে এখানকার চিত্র। গড়ে উঠে শত শত মৎস্য প্রকল্প। এসব মৎস্য প্রকল্পে চাষাবাদ করে ভাগ্য বদলেছে অসংখ্য মানুষের জীবন। 
জানা যায়, মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের ভাঙন থেকে রক্ষা করতে ১৯৯৪ সালে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের (সিডিএসপি) আওতায় ১১.৫ কিলোমিটার দৈর্ঘ্যরে বাঁধ নির্মাণ করা হয়। ভাঙনের তীব্রতার ফলে ফেনী নদীতে বিলীন হয়ে গেছে ২০০ একরের মৎস্য প্রকল্প। বিলীন হওয়ার পথে ৫০০ একর মৎস্য প্রকল্প। অথচ এখান থেকে চট্টগ্রামের মাছের চাহিদার ৭০ শতাংশ উৎপাদিত হয়। ফেনী, মুহুরী ও কালিদাস নদীর সম্মিলিত পানি প্রবাহকে সেচ কাজে লাগাতে এবং ফেনী, সোনাগাজী ও মিরসরাই এলাকাকে বন্যা ও ভাঙনের হাত থেকে রক্ষায় দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী সেচ প্রকল্প ১৯৭৭-৭৮ অর্থবছরে শুরু হয়ে ১৯৮৫-৮৬ অর্থবছরে প্রকল্পের কাজ শেষ হয়। ইতিমধ্যে ফেনী নদীর ভাটি এলাকায় পলি জমায় মুহুরী সেচ প্রকল্প কার্যকারিতা হারাতে বসেছে। এতে চট্টগ্রাম ও ফেনী সীমান্তবর্তী ফেনী নদীর স্বাভাবিক গতিও বদলে গেছে। ইতিমধ্যে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে মুহুরী প্রকল্প বাঁধকে সংযুক্ত করা করেছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজন জানায়, বাঁধটি নির্মাণের পর ইছাখালী ও ওসমানপুর ইউনিয়ন এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে মৎস্য চাষ শুরু হয়। এই সিডিএসপি’র বাঁধে ভাঙনের ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে উপজেলার ওসমানপুর ও ইছাখালী ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ। সিডিএসপি’র বাঁধ পুরোপুরি ভেঙে গেলে এই বর্ষা মৌসুমে ভয়াবহ বিপর্যয় দেখা দেবে। নদীতে বিলীন হবে শত শত মৎস্য প্রকল্প। ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ২০১২ সালের আগস্ট মাসে সিডিএসপি বাঁধের কিছু অংশ ভেঙে নদীতে বিলীন হয়। তখন ভাঙা অংশে নদীর প্রবাহ অন্যদিক দিয়ে ঘুরিয়ে বাঁধ নতুন করে নির্মাণ করা হয়।
সরজমিন গিয়ে যায়, মুহুরী সেচ প্রকল্পের ২ কিলোমিটার দক্ষিণে অন্তত ২০০ মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের তীব্রতায় কোনো কোনো অংশে বাঁধের অর্ধেকেরও বেশি নদীতে বিলীন হয়ে গেছে। বাঁধের কিছু অংশে দেখা দিয়েছে বড় ফাটল। মিরসরাইয়ের ইছাখালী আবুরহাট এলাকার মৎস্যচাষি মো. মোস্তফা  বলেন, ‘সিডিএসপি বাঁধ ভাঙার ঝুঁঁকিতে থাকায় আমার ১৪ একর মৎস্য প্রকল্প হুমকির মুখে পড়েছে। ভাঙনের ঝুঁঁকি থাকায় মৎস্য খামারটিতে এবার চাষ বন্ধ রেখেছি।’ এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘উপজেলার উত্তর ইছাখালী এলাকায় ফেনী নদীর পাড়ে সিডিএসপি’র বাঁধে ভাঙনের বিষয়টি আমি জেনেছি। এ বিষয়ে ফেনী পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। ভাঙনের বিষয়টি আমরা তদারক করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটি জানিয়েছি।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অলক দাশ বলেন, ‘বাঁধে ভাঙনের বিষয়টি জেনে আমাদের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। আমরা জরুরি প্রকল্পের মাধ্যমে দ্রুত বাঁধটির ভাঙন রোধের ব্যবস্থা নেবো।’

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status