বাংলারজমিন
ফতুল্লায় মিছিলের প্রস্ততিকালে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারনারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিলের প্রস্তুতি নেয়ার সময় আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের রাজমিস্ত্রী ও বিভিন্ন পরিচয় দিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। আটককৃতরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন, রাসেল।
ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানান, গতকাল ভোরে শিবু মার্কেট থেকে মিছিলের প্রস্তুতির সময় ৭ জনকে আটক করা হয়েছে। তারা রাজমিস্ত্রী ও বিভিন্ন পেশার পরিচয় দিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে এ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন তারা। অপরদিকে রোববার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার কল্যাণদী এলাকা থেকে সাগর হাসান নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশ। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।