ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শিবগঞ্জে নিখোঁজের ১২ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসাছাত্র

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের ১২ দিন হলেও উদ্ধার হয়নি শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর আল-আরবী ক্যাডেট মাদ্রাসার ছাত্র সোলাইমান হোসেন। অন্যদিকে নিখোঁজ ছাত্রের পিতার অভিযোগ মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলায় তার ছেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাত্র দূর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে। এ ব্যাপারে ছেলের সন্ধান চেয়ে তার পিতা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজের পিতা অভিযোগ করে বলেন, আমার ছেলে ঈদের ছুটি কাটিয়ে ৮ই এপ্রিল মাদ্রাসার যায়। ওইদিন থেকে যে বাড়িতে খাওয়া-দাওয়া করতো সে বাড়িতেও গিয়েছিল। কিন্তু ওই বাড়ির মালিক দু’দিন পর আমাকে ফোন করে বলে আপনার ছেলে খেতে আসেনি কেন। বিষয়টি শুনে আমি মাদ্রাসা গিয়ে প্রধান শিক্ষকসহ সকলকে জানাই। কিন্তু তারা বিষয়টি জেনেও আমাকে কিছুই বলেনি। পরে আমি থানায় গিয়ে ছেলের সন্ধান চেয়ে জিডি করেছি। তিনি অভিযোগ করে বলেন, মাদ্রাসার শিক্ষকরা আমার ছেলেকে মারধর করতো। মাদ্রাসা কর্তৃপক্ষের এমন দায়িত্ব অবহেলার কারণে আমার ছেলে নিখোঁজ। আমি ছেলের সন্ধান এবং মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুল হামিদ বলেন, আমার প্রতিষ্ঠানের একজন ছাত্র নিখোঁজ হয়েছে এটা সত্য। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি। শিবগঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, নিখোঁজের একটি জিডি হয়েছে। ছাত্রটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status