বাংলারজমিন
ডাকাতিসহ নাশকতা
নদী এলাকাসহ বিভিন্নস্থানে ড্রোন ক্যামেরায় নজরদারি
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারকুড়িগ্রামের চিলমারী-রৌমারী ও রাজীবপুর নৌ-রুট, চরাঞ্চলসহ বিভিন্নস্থানে ডাকাতিসহ নাশকতা ঠেকাতে চিলমারীর বিভিন্ন পয়েন্টে ড্রোন উড়িয়ে নজরদারিসহ নিয়ন্ত্রণ করবেন পুলিশ। এ ছাড়াও চিলমারী মডেল থানায় পুলিশ সদস্য বৃদ্ধি মডেল থানাকে মডেল রূপ দিয়ে চিলমারী-হরিপুর তিস্তা সেতু সড়ক, বিভিন্নস্থানে টহল বাড়ানো, মাদক নির্মূল অভিযান অব্যাহত রাখাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতেও কাজ করবে পুলিশ। রোববার রাতে পুলিশ সুপার কার্যালয় হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানে উপরক্ত বিষয় জানান প্রধান অতিথি কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। এ ছাড়াও চিলমারী-হরিপুর সেতু এলাকায় পুলিশ ফাঁড়ি, ইভটিজিং রোধসহ সকল ধরনের নাশকতা ঠেকাতে সব সময় প্রস্তুত থাকবে পুলিশ। এ সময় পুলিশ সুপার সকল বিষয়ে এলাকায় সচেতনা বৃদ্ধির সঙ্গে এলাকাবাসী ও সাংবাদিদের সহায়তাসহ এগিয়ে আসতে আহ্বান করেন।
এর আগে বিকালে কুড়িগ্রাম পুলিশ বনাম চিলমারী সাংবাদিক ফোরাম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অপারেশন অফিসার মো. মোজাফফর হোসেন, ওসি ডিবি বজলার রহমান, ওসি কুড়িগ্রাম সদর থানা মো. হাবিবুল্লাহ, ডিআইও-১ মো. আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. মাহফুজার রহমান মন্জু, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম প্রমুখ।