বাংলারজমিন
মতবিনিময় সভায় আরিফ
সিলেটে পাথর মিল জোন উচ্ছেদ হলে শ্রমিক বেকার হবে
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারসিলেট সদর উপজেলার ধোপাগুলে গড়ে ওঠা হাজার হাজার মানুষের কর্মসংস্থান, কয়েক কোটি টাকার পাথর মিলে সিলেট জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নিয়ে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই পাথর মিল এলাকা হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের জায়গা। ধোপাগুলে গড়ে ওঠা পাথর জোন ভাঙতে হলে আমাদেরকে অনেক দিক নিয়ে চিন্তা করতে হবে। কারণ এমনিতেই সিলেটে কর্মসংস্থানের সুযোগ কম, যদি এই পাথর মিলগুলো উচ্ছেদ করা হয় তাহলে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ী বেকার হয়ে পড়বে। রোববার বিকালে ধোপাগুল শহীদ মিনার পয়েন্টে সিলেট জেলা প্রশাসন কর্তৃক ধোপাগুল স্টোন ক্রাশার মিল উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী, পাথর মিল মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধোপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য মো. মামুন আল রশিদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, সিলেট জেলা ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সিলেট জেলা ট্রাক-পিকআপ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম, খাদিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও জামায়াত নেতা নাজিম উদ্দীন ইমরান, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার দিলোয়ার হোসেন দিলু, সিলেট জেলা ট্রাক-পিকআপ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, ধোপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, সিলেট সদর উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আরফান আলী, খাদিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মন্তাজ আলী, জামায়াতের সভাপতি মুহিবুর রহমান সুলেমান, জামায়াত নেতা জয়নুল হক, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান।