বাংলারজমিন
রাজাপুরে পল্লী বিদ্যুতের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারঝালকাঠির রাজাপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভুতুড়ে বিল তৈরিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন গ্রাহকরা। সোমবার উপজেলার নৈকাঠি এলাকায় খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী গ্রাহকরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রাহকদের হয়রানি, মনগড়া বিল তৈরি ও অনিয়ম-দুর্নীতি করে আসছেন। বিদ্যুৎ অফিস মাসিক মিটারের ইউনিটে অতিরিক্ত রিডিং দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে বেআইনিভাবে অতিরিক্ত অর্থ আদায় করছে। গ্রাহকদের অভিযোগ, এসব অতিরিক্ত বিল অনেক সময় ১৫-২০ দিনের মধ্যে সমন্বয় করা হয় না, ফলে ৩-৪ মাস পরপর তারা আগের মাসের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি হয়।
এ সময় আরও বক্তব্য রাখেনÑ মাওলানা মোস্তাফিজুর রহমান, বাবুল মীর, মো. জাকির হোসেন, বশির আহম্মেদ ও মো. দেলোয়ার হোসেনসহ অনেকে। তারা বলেন, আমরা গ্রাহকরা ভ্যাট, মিটার ভাড়া, সার্ভিস চার্জ সবই পরিশোধ করছি। এরপরও কেন আলাদা করে ডিমান্ড চার্জ দিতে হবে?’ অনেক সময় বিদ্যুৎ খুঁটি কিংবা মিটার নষ্ট হলে তা পরিবর্তনের জন্য ঘুষ দিতে হবে কেন? দ্রুত এই অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
রাজাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (অ.দা.) প্রকৌ. মো. রবিউল হোসেন বলেন, মিটারে যে রিডিং হয় সেই অনুযায়ী বিল তৈরি করা হয়। গরম কাল আসায় অনেকেই বেশি বিদ্যুৎ ব্যবহার করছে। যার ফলে বেশি বিল হচ্ছে।