ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ধামরাইয়ে অটোচালকের লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

ঢাকার ধামরাই উপজেলা পরিষদ চত্বরের ভবনের ভেতর থেকে অটোচালক মোহাম্মদ আলী (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের চতুর্থতলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এদিকে নতুন ভবনটি এখনও পর্যন্ত উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দেয়নি ঠিকাদার। নিহত আলী উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের মো. খোরশেদ পাহ্লোয়ানের ছেলে ও দেপাশাই আশ্রয়ন প্রকল্পের বসবাস করে অটোরিকশা চালান।
নিহতের স্ত্রী জয়তুন বেগম ও ছেলে সিয়াম বলেন, রোববার সকাল ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। প্রতিদিন দুপুরে খাবারের জন্য বাড়িতে এলেও রোববার আসেননি। পরে সন্ধ্যায় খবর পাই তার স্বামীর লাশ পড়ে আছে। এই বিষয়ে নতুন ভবনের দায়িত্বে থাকা নিরপত্তা প্রহরী মো. মুনু মিয়া সাংবাদিকদের বলেন, গত তিনদিন আমাকে অন্যত্র দায়িত্ব দেয়ায় ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, লাশের শরীরে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে মাদক গ্রহণের কিছু সরঞ্জাম পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক গ্রহণ নিয়ে জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এই বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status