ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘জনগণের ইচ্ছা-অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হবে কখন নির্বাচন হবে’

রাঙ্গামাটি প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

আগামী নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকার একটি নির্ধারিত রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, জনগণের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হবে আগামী নির্বাচন কখন হবে। জনগণের ইচ্ছা ও অভিপ্রায় যেদিকে জোরালো হবে সরকার সেদিকে নজর দিবে। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ ঘোষণা করেছেন সেই অনুযায়ী নির্বাচন করার জন্য সরকার কাজ করছে। গত রোববার রাঙ্গামাটিতে কওমি ওলামা পরিষদ আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব মন্তব্য করেন। রোববার সন্ধ্যার পর থেকে এই সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত সিরাত সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে দেয়া বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। এ ধরনের মিথ্যা তথ্য ভারত বহুদিন ধরেই প্রতিনিয়তই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ছাড়া ভারতসহ বিশ্বের যেকোনো স্থানেই মুসলিমদের ওপর নির্যাতন চালানো হলে বাংলাদেশ সেসকল ঘটনার নিন্দা জানানো অব্যাহত রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে যে অভিযোগ জানানো হয়; সেগুলোর কোনো ভিত্তি নাই বলেও বলেছেন ধর্ম উপদেষ্টা।
ড. খালিদ আরও বলেন, আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এরমধ্যে গুরুতর অসুস্থদের চিকিৎসা সহায়তা এবং আত্মকর্মসংস্থানের জন্য, ছাগল পালন বা ক্ষুদ্র কৃষিঋণ প্রদান করছি। এই ঋণ গ্রহণের জন্য তাদের কোনো জামানত বা সুদ প্রদান করতে হচ্ছে না। ইতিমধ্যে অনেক ইমাম-মোয়াজ্জিনকে এই ঋণ প্রদান করা হয়েছে এবং জুন পর্যন্ত আরও অনেককে তা প্রদান করা হবে।
বাংলাদেশ কওমি ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে সিরাত মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরীয়ত উল্লাহর সভাপতিত্বে মাহফিলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status