ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাই-ভাতিজার হামলায় নিহত ১

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

নেত্রকোনার আটপাড়ায় জমি ও সেচ পাম্প নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাই-ভাতিজার হামলায় কায়সার ইমরান বাবুল (৫৯) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই রতনকে আটক করেছে আটপাড়া থানা পুলিশ। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাবুল তার ভাই রতন ও আরেক ভাই কামালের ছেলেদের সঙ্গে যৌথ একটি সেচ পাম্প নিয়ে বিরোধ ছিল। ওই পাম্পে তার কিছু আবাদি ফসলি জমি আছে। এসব জমিতে নিয়মিত পানিও দিতো না তারা। এ ছাড়াও সেচ পাম্পের আয়ের অংশ বাবুলকে দেয়া হতো না। এসব বিষয় নিয়ে এলাকার মানুষ প্রায়ই মীমাংসার চেষ্টাও করেন। এতে রোববার এশার নামাজের সময় বাবুল তার ভাই-ভাতিজাদের সঙ্গে আলোচনায় বসলে একপর্যায়ে পাম্পের পাশাপাশি পারিবারিক জমি নিয়ে তর্ক বিতর্ক ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status