বাংলারজমিন
জয়পুরহাটে স্নাতক-সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টায় জয়পুরহাট জেনারেল হাসপাতাল চত্বরে জেলা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আহ্বায়ক জাকিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল সংস্কার কমিটিতেও ডিগ্রি পাসের সনদের দাবি তুলে ধরা হয়েছিল কিন্তু কি কারণে বাদ দেয়া হয়েছে জানা নেই। এইচএসসি’র পর ডিপ্লোমা করার পর ডিগ্রি সমমান পদমর্যাদা করার জোর দাবি জানান। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন করার হুঁশিয়ার করা হয়েছে।