বাংলারজমিন
পারভেজ হত্যা
বিচার চেয়ে পাকুন্দিয়া ছাত্রদলের মানববন্ধন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ছাত্রদল। সোমবার সকাল ১১টার দিকে পাকুন্দিয়া সরকারি কলেজ গেটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস আহমেদ, সিনিয়র যুগ্মআহ্বায়ক মোবারক হোসেন সাগর, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হুদা ও সদস্য সচিব আরমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে রোববার রাতে একই দাবিতে পৌরশহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মেধাবী ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্যে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।