বাংলারজমিন
‘জুলাই-আগস্ট বিপ্লব ধরে রাখতে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে’
লালমনিরহাট প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারদুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, জুলাই-আগস্টের বিপ্লব ধরে রাখতে হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। তিনি বলেন, দুর্নীতির বড় অংশ ঠিকাদারবান্ধব হওয়া, ঠিকাদার যেভাবে টেন্ডার করে দেয় সেইভাবে আমরা টেন্ডার আহ্বান করি। এতে জনগণের চাহিদামতো টেন্ডার হয় না। ঠিকাদারের দুর্নীতির সঙ্গে আমরাই দুর্নীতির কবলে পড়ি। সোমবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে দুদকের গণশুনানিতে জেলা প্রশাসন এইচ, এম রকিব হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা গণশুনানির আয়োজন করে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। এ সময় দুর্নীতি দমন কমিশনের তদন্ত কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও দুদক চেয়ারম্যান গণশুনানিতে অংশগ্রহণ করেন। এ সময় জেলার ৫৪টি সরকারি দপ্তরের ১০৫টি অভিযোগকারীর অভিযোগ শুনানি করা হয়।