বাংলারজমিন
ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী। গতকাল বিকাল ৪টায় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় এ কর্মসূচি শুরু করেন তারা। বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে বেলা ৩টা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমরণ অনশন শুরু করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের এ দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।
এদিকে, শিক্ষার্থীদের আমরণ অনশন থেকে সরে এসে আলোচনা টেবিলে বসার তাগিদ নিয়ে বেলা আড়াইটার দিকে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালক ডেপুটি পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান নেন। এ সময় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াস আক্তার, সহকারী ছাত্র কল্যাণ পরিচালক রাজু আহমেদ ও ইইই বিভাগের অধ্যাপক মো. আশরাফুল গনি ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, অধ্যাপক ড. তৌহিদ হোসেন, শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী উপল, রাহাতুল ইসলাম, মো. ওবায়দুল্লাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহন, ইলেকট্রিক্যাল ১৯ ব্যাচের শিক্ষার্থী গালিব রাহাত।
অনশন প্রত্যাহারে শিক্ষকদের দাবির জবাবে শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রথম দাবিগুলো যদি মেনে নিতেন তাহলে আমরা এক দফায় আসতাম না। তারা শিক্ষকদের অনুরোধ করে বলেন, আমাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আপনারা আমাদের সঙ্গে বসে পড়ুন। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সঙ্গে আপনারা একাত্মতা পোষণ করেন। আমরা কুয়েট ক্যাম্পাসকে সুন্দর রাখতে চাই। সবার সঙ্গে আমরা সুন্দর সম্পর্ক রাখতে চাই। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করুন। আমরা বিশ্বাস রাখি, আমাদের দাবির সঙ্গে আপনারা একাত্মতা প্রকাশ করে এখানে বসবেন।
তারা বলেন, আমরা অনেকদিন ধরে আমাদের যৌক্তিক দাবির ব্যাপারে আপনাদের বলছি। কিন্তু আপনারা আমাদের দাবির গুরুত্ব দেন নাই। আমরা ৪৮ ঘণ্টা খোলা আকাশের নিচে ছিলাম। আপনারা তখন আসেন নাই। তারা প্রশ্ন করে বলেন আমরা কি দুষ্কৃতকারী আমাদের নামে ছিনতাই, চুরির মামলা হয়? সর্বশেষ শিক্ষার্থীরা আমরণ অনশনের দাবিতে অনড় থাকায় টানা আড়াই ঘণ্টা তাদের সঙ্গে আলোচনা করে অনেকটা ব্যর্থ মনোরথে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার ত্যাগ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আলোচনার দুয়ার খোলা আছে। আমরা আবারো তোমাদের কাছে আসবো।