ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কুমিল্লা জেলা সিভিল সার্জনকে শোকজ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদকে শোকজ করেছে কুমিল্লার আদালত। সোমবার (২১ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বার আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এই শোকজ করেন। জানা গেছে, মোসা. আকলিমা আক্তার নামের এক নারীর বিরুদ্ধে কুমিল্লার বুড়িচংয়ের ষোলনল এলাকার মোসা. সাজেদা আক্তার ফাতেমার মেয়ে উম্মে সাবিহা ইসলামকে হত্যার অভিযোগ উঠে। ২০২৩ সালের ৩০ অক্টোবরের ঘটনার পরদিন থানায় মামলা করেন মোসা. সাজেদা আক্তার ফাতেমা।
এজাহারে তিনি লিখেন, আসামি মোসা. আকলিমা আক্তার তার মেয়ের সাথে খেলাধুলা করার জন্য উম্মে সাবিহা ইসলামকে তার ঘরে নিয়ে যেত। ৩০ অক্টোবর আমার মেয়ে উম্মে সাবিহা ইসলামকে (২) আকলিমার ঘরে মৃত অবস্থায় পায়। তাক্ষনিক স্থানীয় লোকজন মোসা. আকলিমা আক্তারকে (২২) আটক করে। সাজেদা অভিযোগ করেন, মোসা. আকলিমা আক্তার পরিকল্পিতভাবে তার মেয়ে সাবিহা ইসলামকে ঘরে নিয়া হত্যা করে।
এঘটনার পর ৩০ জুন ২০২৪ সালে বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম তদন্ত শেষে আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে। এতে একমাত্র আসামি আকলিমাকে অভিযুক্ত করা হয়। এরপর আসামি পক্ষ দাবি করে আকলিমা মানসিক ভারসম্যহীন। তাই তাকে যেন আদালত খালাস দেয়। এদিকে ঘটনার পর ৩১ অক্টোবর আকলিমা নিজেই ১৬৪ ধারায় ঘটনার বর্ণনা দেন এবং ঘটনার বিষয়ে বিস্তারিত আদালতে বলেন।
দুই পক্সের সুরাহা না হওয়ায় এবছরের ১২ ফেব্রুয়ারি আদালত কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়কে ওই নারীর মানসিক অবস্থার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলেন। এ  ঘটনায় সিভিল সার্জন কার্যালয় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারিয়া জাফরিন আনসারী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রিক বিভাগের প্রধান ডা. মো. শাহেদুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। কমিটি ৩রা মার্চ তদন্ত প্রতিবেদক দাখিল করে। পরে একইদিন আদালতে উপস্থিত হয়ে একজন চিকিৎসককে উপস্থিত হয়ে বিষয়টি বর্ণনার জন্য আদেশ দেয়া হয়। সোমবার (২১ এপ্রিল) আদালতে উপস্থিত হয়ে সাক্ষ দেন ডা. ফারিয়া জাফরিন আনসারী। তার উত্তরে আদালত সন্তোষ্ট না হওয়ায় সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদকে শোকজ করা হয়েছে। এবিষয়ে জানতে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদকে একাধিকবার কল দিলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status