বাংলারজমিন
আওয়ামী লীগের ঝটিকা মিছিল
কেসিসির লাইসেন্স অফিসার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারখুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেয়ায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) এডিসি মোহাম্মদ আহসান হাবিব। তিনি জানান, রোববার ভোরে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেন রবি। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে নগর ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিছিলে সিটি করপোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে করে অংশ নেন রবি। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন এই রবি।