ঢাকা, ১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বোরহান মোল¬ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সোমবার সকালে এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বোরহান মোল্ল¬া মারা যাওয়ায় আগে তার হত্যাকারীদের নাম বলে গেছেন সেই আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই আসামিদের দ্রুত গ্রেফতার করুন। আপনারা আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করুন আর তা-না হলে আমরা মাদারীপুরবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। আমরা আমাদের ভাইকে হারিয়েছে, সন্তান তাদের পিতাকে হারিয়েছে, আমরা আর কোন মায়ের বুক খালি হোক সেটা আমরা দেখতে চাইনা।আমরা দ্রুত বোরহান মোল্ল¬াসহ সকল হত্যার বিচার চাই। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল সরদার,পৌর যুবদলের সদস্য সচিব কামরুল হাসান,যুবদল নেতা সালাউদ্দিন হোসেনসহ জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status