বাংলারজমিন
নোয়াখালীতে ১১ শিক্ষককে বহিষ্কার
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারনোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা হলে শিক্ষার্থীরা দেখাদেখি করে লেখায় দায়িত্বে অবহেলার কারণে ১১ শিক্ষককে চলতি বছরের পরবর্তী পরীক্ষাসমূহের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় ও জয়াগ বহুমুখী উচ্চ কেন্দ্রে পরীক্ষার্থীদের গনিত পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের শ্যামল কুমার, নুরুল ইসলাম, কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের মোস্তফা সুজন, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের সাইফুল আলম, মো. তাজুল ইসলাম, ফেরদাউস আক্তার, খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের নূর-এ-জান্নাত শাহাদাত বানু, মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের আজিমুল ইসলাম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়ের জাকির হোসেন ও খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের জাবেদ হোসেন। সোনাইমুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করে বলেন, কেন্দ্র দুইটি পরিদর্শনে গেলে পরীক্ষা কক্ষে শিক্ষার্থীরা দেখাদেখি করে লিখছে এবং খোশগল্প-হট্টগোলের শব্দ শুনি। এরপর কক্ষগুলোতে গিয়ে দেখি কক্ষ শিক্ষকরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। যে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।