বাংলারজমিন
ভালুকায় এনএসআই পরিচয়ে প্রতারণা, ভুয়া সদস্য আটক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবারময়মনসিংহের ভালুকায় এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) সদস্য পরিচয়দানকারী রোকনুজ্জামান নাঈমকে আটক করেছে কর্তৃপক্ষ। আটককৃত নাঈম ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের বাসিন্দা এবং ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
সূত্র জানায়, ভালুকার ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা পরিচয়ে রোকনুজ্জামান নাঈম মামুনের কাছ থেকে মামলা মীমাংসার জন্য ১৫ লাখ টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে মামুন কৌশলে টাকা দেয়ার প্রস্তাব দেন এবং এনএসআই ময়মনসিংহ কার্যালয়ে বিষয়টি জানান। পরে এনএসআই সদস্যরা পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে নাঈমকে হাতেনাতে আটক করেন। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে নাঈম বিভিন্ন সময় ভূয়া পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, ভূয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। মামলার কাজ প্রক্রিয়াধীন।