বাংলারজমিন
২ যুগ পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের সম্মেলন
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
২১ এপ্রিল ২০২৫, সোমবারপ্রায় দুই যুগ পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন। গতকাল সকাল থেকেই কলেজ মাঠে নেতাকর্মীরা সমবেত হন। উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীরাও। এরপর বেলা ১১টার দিকে অস্থায়ী পাঁচটি বুথে ভোট দেন শিক্ষার্থী নারী-পুরুষ ভোটাররা। চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সম্মেলনকে সামনে রেখে ২ হাজার ২০০টি ফরম বিতরণ করা হয়। তার মধ্যে থেকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ২ হাজার ২ জনকে; যারা গোপন ব্যালটে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম। ছাত্রদল নেতারা জানান, মহান স্বাধীনতার চেতনা ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যাতে আগামীতে কলেজে শিক্ষা, সাংস্কৃতিক, খেলাধুলার প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য ছাত্রদল নেতারা পাশে থাকতে পারেন। সর্বশেষ ২০০২ সালে সরকারি পাবনা এডওয়ার্ড কলেজ শাখায় ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।