বাংলারজমিন
আশুলিয়ায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২১ এপ্রিল ২০২৫, সোমবারসাভারের আশুলিয়ায় একটি কার্টন ফ্যাক্টরির ওয়েস্টেজ কার্টনের ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জালাল উদ্দিন। এর আগে শনিবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে পূবাইল থানাধীন খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়া আশুলিয়া থানার জিরাবো ফুলবাগান এলাকার মো. আলী দেওয়ান নেওয়াজের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূবাইল থানাধীন খিলগাঁও এলাকা থেকে জিয়াকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, এসএএস প্যাকেজিং’র ওয়েস্টিজ কার্টনের ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিজের অবস্থান জানান দেয়া ও আদিপত্য বিস্তারের জন্য নিজের অবৈধ বিদেশি পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি চালায়। ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।